... কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক লাগোয়া কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া রা্স্তার পূর্বে ওপশ্বিম পাশ্র্বে।
খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বনবিটের মধ্যে।
কক্সবাজারে সমুদ্রস্নানের পাশাপাশি পর্যটকদের নিবিড় অরণ্যে অবসর কাটানোর সুযোগ করে দিতে চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানকে নতুন রূপে সাজানো হয়েছে। এ জন্য তৈরি করা হয়েছে তোরণ,কৃত্রিম হ্রদসহ নানা অবকাঠামো। এক কিলোমিটার লম্বা এই হ্রদের তীরে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির আড়াই হাজার গাছের চারা। আগামী বছর হ্রদ আরও এক কিলোমিটার সম্প্রসারণ করা হবে। তৈরি করা হবে ঝুলন্ত সেতু। দুই পাড়ে থাকবে একাধিক বিশ্রামাগার। তবে এর আগে বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে খুলে দেওয়া হচ্ছে এই হ্রদ।
বিশেষ করে, চকরিয়া উপজেলার খুটাখালী মেধা কচ্ছপিয়া ন্যাশনালপার্ক এর দৃশ্যটা চোখে পড়ার মতো। মহাসড়ক হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে যে কারো নজর কাড়ছে এ উদ্যানটি। পর্যটকদের সুবিধার্থে উদ্যানের ফাঁকে ফাঁকে নির্মিত হয়েছে বিশ্রামাগার তথা টহলশেড। নিরাপত্তায় সরকারী কর্মকর্তাদের সঙ্গে যুক্ত।মেধা কচ্চপিয়া বন। এই জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষরাজির মধ্যে বিশালাকৃতির গর্জন ছাড়াও রয়েছে ঢাকিজাম, ভাদি, তেলসুর ও চাপালিশ। বনযেন বলছে '' ওহে পথিক একটু খানি জিরিয়ে নাও, মম ছায়াতলে'' কচ্ছপিয়া জাতীয় উদ্যানটি ২০০৪ সালে সংরক্ষিত বন ঘোষনা পায়। বন ছাড়াও এখানকার জনগোষ্ঠি কৃষিকাজ, লবন চাষ ও মৎস্য চাষের ...- সম্ভাবনাময়। উত্তর মেধা কচ্ছপিয়া ... কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বনবিটের ৩৯৫ দশমিক ৯২ হেক্টর ... স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন বলেন “সরকারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এখানে নির্মিত জাতীয় উদ্যান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস