Title
খুটাখালীর দর্শনীয় স্থান সমুহ
Location
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দক্ষিণের সর্বশেষ ইউনিয়ন খুটাখালী। খুটাখালী বাসস্টেশনের উত্তরে প্রায় দুই বর্গকিলোমিটার জুড়ে এর অবস্থান।
Transportation
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নে প্রবেশ করার সাথে সাথে রাস্তার দুই ধারে বড় বড় মাদার ট্রি(প্রায় একশ,দেড়শ বছরের পুরনো গর্জন গাছ লক্ষ্য করা যাবে।সারি সারি দুই পাশে বড় বড় গর্জন গাছের পর্বতের সুড়ঙ্গ যেন খুটাখালী ইউনিয়নের প্রবেশদ্বার।
Details
পুরোনো এই সব গাছ দীর্ঘ ৫০০বছর ধরে ঠিকে আছে। পৃথিবীর অনেক কিছুর সাক্ষী এই সব গর্জনগাছ।